রাজবাড়ীর কালুখালীতে বোনদের বাজারে নামিয়ে বাড়ি ফেরার পথে প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সুজন শেখ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুজন শেখ ওই গ্রামের লিয়াকত শেখের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রির সহযোগী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সুজন মোটরসাইকেলে করে তার বড় বোন সুমি ও ছোট বোন লাবণীকে রতনদিয়া বাজারে নামিয়ে দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে গঙ্গানন্দপুর মোল্লাপাড়া ঈদগাহ মাঠের সামনে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সুজন গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে রেফার্ড করার পর পথেই তার মৃত্যু হয়।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে। নিহত সুজনের অকাল মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।