দেশ ও জাতিসত্ত্বাবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সিলেটের এক মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির আয়োজিত প্রাক্তন ও বর্তমানদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ষড়যন্ত্র মোকাবিলা করতে না পারলে জাতির সব অর্জন ব্যর্থ হয়ে যাবে।
সেলিম উদ্দিন বলেন, ইসলাম একটি সর্বজনীন জীবনব্যবস্থা, যা কেবল দুনিয়ার শান্তি নয়, আখিরাতের মুক্তিরও পথ দেখায়। ইসলামী আদর্শকে ভিত্তি করে সমাজ পরিবর্তনের জন্য সবাইকে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি আরও বলেন, ইসলামের বিজয় আল্লাহর ঘোষণা অনুযায়ী অনিবার্য, যা কেউ ঠেকাতে পারবে না।
এসময় তিনি অতীতের ইতিহাস তুলে ধরে বলেন, ফেরাউন, নমরূদ, আবু জাহেলরা যেমন টিকে থাকতে পারেনি, বর্তমানের স্বৈরাচারীরাও সেই একই পরিণতির শিকার হয়েছে। শেখ হাসিনার সরকারের পতন এবং তার দেশত্যাগকেই তিনি এর উদাহরণ হিসেবে তুলে ধরেন।
সাবেক শিবির নেতা সেলিম উদ্দিন বলেন, শহীদ সাঈদীর ভবিষ্যদ্বাণী পূরণ হয়েছে। এখন সময় এসেছে যারা ইসলামী আন্দোলনের নেতাদের বিরুদ্ধে অন্যায় রায় দিয়েছিল, তাদের বিচার করার।
তিনি বলেন, ইসলামী আন্দোলনের ওপর দমন-পীড়ন নতুন কিছু নয়, বরং এটিই ইতিহাসের ধারাবাহিকতা। কিন্তু ইসলামের অগ্রযাত্রা থামেনি, বরং বাংলাদেশ এখন ইসলামপন্থীদের শক্ত ঘাঁটি হয়ে উঠেছে।
আলোচনার শেষাংশে তিনি দেশের প্রতিটি ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং সবাইকে ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।