সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

অর্ধযুগ পর পরিবারের সঙ্গে ঈদ উদযাপন খালেদা জিয়ার

Fresh News রিপোর্ট
এপ্রিল ৩, ২০২৫
১১:৪১ পূর্বাহ্ণ

দীর্ঘ ছয় বছরের বেশি সময় পর এবারের ঈদে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে কাটাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বর্তমানে তিনি চিকিৎসার জন্য অবস্থান করছেন যুক্তরাজ্যে, যেখানে বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় রয়েছেন তিনি।

মঙ্গলবার (১ এপ্রিল) যুক্তরাজ্যের স্থানীয় সময় বিকেলে লন্ডনের একটি পার্কে খালেদা জিয়াকে নিয়ে ঘুরতে যান তারেক রহমান। সঙ্গে ছিলেন তার পরিবারের অন্যান্য সদস্য এবং ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, হুইল চেয়ারে বসা খালেদা জিয়াকে পার্কের ফুটপাতে ঘুরাচ্ছেন তার একান্ত সচিব মো. মাসুদুর রহমান। পাশেই তারেক রহমান হাঁটছেন স্ত্রী ও মেয়ে জাইমার সঙ্গে। এই সময় তাদের সঙ্গে ছিলেন খালেদা জিয়ার চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

গত ৭ জানুয়ারি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়। সেখানে হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি তাকে নেওয়া হয় ‘দ্য লন্ডন ক্লিনিক’-এ।

প্রথম ১৭ দিন সেখানে চিকিৎসাধীন থাকার পর, বর্তমানে তিনি তারেক রহমানের বাসায় চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। তাকে চিকিৎসা দিচ্ছেন ব্রিটিশ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রস।

খালেদা জিয়ার পরিবারের সদস্যদের মতে, দীর্ঘদিন পর এমন পারিবারিক সময় কাটাতে পেরে তিনি মানসিকভাবে অনেকটাই স্বস্তি অনুভব করছেন।