সরকারি ব্যবস্থাপনায় আয়োজিত ঈদ আনন্দ মিছিলে মূর্তি সদৃশ প্রতীক প্রদর্শন করায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনটি বলেছে, ঈদের মতো একটি ধর্মীয় উৎসবে এ ধরনের কর্মকাণ্ড অনভিপ্রেত ও ধর্মীয় অনুভূতির প্রতি অসম্মানজনক।
বুধবার (২ এপ্রিল) এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “ঢাকায় ঈদ আনন্দ মিছিলে যেভাবে মূর্তি সদৃশ প্রতীক প্রদর্শন করা হয়েছে, তা আমাদের ব্যথিত করেছে। ইসলাম ধর্ম মূর্তি, প্রতিমা বা দৃশ্যমান অবয়ব দিয়ে ধর্মীয় অনুভূতি প্রকাশের অনুমতি দেয় না। ইতিহাসে এমন কোনো দৃষ্টান্ত নেই, যেখানে রাসূল (সা.), সাহাবা বা খলিফারা ঈদের আনন্দ প্রকাশে মূর্তি ব্যবহার করেছেন।”
তিনি বলেন, “ঈদ একটি পবিত্র ধর্মীয় উৎসব। এটিকে সাংস্কৃতিক পরীক্ষাগারে পরিণত করার অপচেষ্টা ঈদের মূল স্পিরিটকে আঘাত করেছে। ইসলামী ঐতিহ্যের বাইরে গিয়ে এই ধরনের প্রতিমা সংস্কৃতিকে ঢুকিয়ে দেওয়ার প্রচেষ্টা জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে।”
তিনি আরও বলেন, “ঈদে সরকারি উদ্যোগে উৎসব আয়োজনের মাধ্যমে যে আনন্দ ফিরে এসেছে, তা প্রশংসনীয়। তবে এর সঙ্গে মূর্তি সদৃশ উপস্থাপন যুক্ত হওয়ায় সেই উৎসব বিতর্কিত হয়ে উঠেছে। আমরা আশা করি, যাদের কারণে এই অপপ্রয়াস চালানো হয়েছে, তাদের বিষয়ে যথাযথ তদন্ত হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে সরকার সচেতন থাকবে।”
জামায়াত নেতা আরও বলেন, “আমরা ঈদকে কেন্দ্র করে জনগণের ঈমানি আবেগ ও ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানাচ্ছি। ঈদের পবিত্রতা যেন কোনোভাবেই বিকৃত না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।”