সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

জুলাই-আগস্ট গণহত্যার বিচার ঠেকাতে মোটা অঙ্কের অর্থ বিনিয়োগ

Fresh News রিপোর্ট
এপ্রিল ৩, ২০২৫
৯:০০ অপরাহ্ণ

জুলাই-আগস্টের গণহত্যার বিচার কার্যক্রম বানচালের উদ্দেশ্যে পতিত সরকার মোটা অঙ্কের অর্থ বিনিয়োগ করেছে বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, এই বিচার প্রক্রিয়া বানচাল করতে সরাসরি অর্থ বিনিয়োগের সুস্পষ্ট প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন বিভাগ। সেই সঙ্গে ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে এ ষড়যন্ত্রের পেছনে থাকা মূল কুশীলবদেরও।

চিফ প্রসিকিউটর আরও বলেন, “জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার বিচারকে বাধাগ্রস্ত করতে নানা অপচেষ্টা চলছে। আমরা এখন নিশ্চিতভাবে বলতে পারি, এর পেছনে অর্থ ও প্রভাবশালী মহলের হাত রয়েছে, যারা বিচারব্যবস্থাকে প্রভাবিত করতে চায়।”

এর আগে বুধবার (২ এপ্রিল) তিনি জানান, শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার খসড়া তদন্ত রিপোর্ট ট্রাইব্যুনালের প্রসিকিউশনের হাতে এসেছে। জুলাই-আগস্টের সময়কালের সহিংসতা ও গণহত্যা নিয়ে তদন্তে নতুন নতুন তথ্য যুক্ত হচ্ছে, যা বিচারকার্যে আরও গতি আনবে বলে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, জুলাই-আগস্টে সংঘটিত দেশব্যাপী সহিংসতা ও হত্যাযজ্ঞকে কেন্দ্র করে ইতোমধ্যে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলার প্রস্তুতি নিচ্ছে।