সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ব্যাংককে আজ ইউনূস-মোদির দ্বিপাক্ষিক বৈঠক

Fresh News রিপোর্ট
এপ্রিল ৪, ২০২৫
৮:৪৪ পূর্বাহ্ণ

বঙ্গোপসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোট বিমসটেক সম্মেলনের সাইডলাইনে আজ ব্যাংককে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এটাই হবে ড. ইউনূস ও নরেন্দ্র মোদির মধ্যে প্রথম বৈঠক। দুই দেশের সরকারপ্রধানের এই বৈঠককে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

প্রেস সচিব শফিকুল আলম জানান, বৃহস্পতিবার রাতে বিমসটেক সম্মেলনের নৈশভোজে অংশগ্রহণের সময় উভয় নেতার দেখা হয় এবং সেখানে তারা সৌজন্য কুশল বিনিময় করেন। একপর্যায়ে তাদের ঘনিষ্ঠভাবে কথোপকথন করতেও দেখা যায়।

বিমানসটেক সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমানে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থান করছেন। ২ এপ্রিল শুরু হওয়া এই সম্মেলন শেষ হবে আগামী ৪ এপ্রিল।

এই সম্মেলনের ফাঁকে আজকের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক বাণিজ্য ও নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হতে পারে বলে কূটনৈতিক সূত্রগুলো ধারণা করছে।