সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ঈদযাত্রায় আইন ভাঙায় সারা দেশে ২৮৯টি মামলা, জরিমানা প্রায় ৭ লাখ

Fresh News রিপোর্ট
এপ্রিল ৪, ২০২৫
১০:০৪ পূর্বাহ্ণ

ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা ও ছুটির সময় সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ অভিযানে সারাদেশে ২৮৯টি মামলা দায়ের করে প্রায় ৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) হাইওয়ে পুলিশের সহায়তায় দেশের বিভিন্ন এলাকায় একযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে বিআরটিএ। অভিযানে অংশ নেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং), মোটরযান পরিদর্শকসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বিআরটিএ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়, অনুমোদিত গতিসীমা অতিক্রম (ওভার স্পিড), হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং তিনজন করে মোটরসাইকেলে যাত্রী পরিবহনের মতো বেশ কয়েকটি নিয়ম লঙ্ঘনের ঘটনায় এই মামলাগুলো করা হয়। এসব অপরাধের কারণে আদায় করা হয় মোট ৬ লাখ ৮৭ হাজার টাকা জরিমানা।

প্রসঙ্গত, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সরকারিভাবে নির্দেশনা থাকলেও, অনেক ক্ষেত্রেই পরিবহন মালিক-শ্রমিকরা নিয়ম না মানায় যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। বিআরটিএর এই অভিযানে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের বার্তা দেওয়া হয়েছে।