থাইল্যান্ডে ভিসা পেতে বাংলাদেশিদের যে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, তা কমিয়ে আনতে ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূস।
শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতোংটার্ন সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই আহ্বান জানান তিনি। ড. ইউনূস বলেন, ঢাকায় অবস্থিত থাই দূতাবাসে প্রতিদিন বিপুল সংখ্যক আবেদন আসলেও সে অনুযায়ী প্রক্রিয়াকরণ সক্ষমতা নেই, যার ফলে আবেদনকারীদের দীর্ঘদিন অপেক্ষা করতে হয়।
ড. ইউনূস জানান, বিশেষ করে চিকিৎসার জন্য যারা থাইল্যান্ডে যেতে চান, তাদের জন্য এই বিলম্ব আরও দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। এ বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নেওয়ার অনুরোধ জানালে থাই প্রধানমন্ত্রী পেতোংটার্ন আশ্বস্ত করেন, তিনি বিষয়টি ব্যক্তিগতভাবে দেখবেন।
বৈঠকে দু’দেশের মধ্যকার বাণিজ্য, যোগাযোগ এবং পর্যটন খাত নিয়েও আলোচনা হয়। ড. ইউনূস প্রস্তাব করেন, চট্টগ্রাম থেকে সরাসরি ফ্লাইট চালু করা হলে থাইল্যান্ড ভ্রমণ আরও সহজ ও সময় সাশ্রয়ী হবে। তিনি স্মরণ করিয়ে দেন, চিয়াং মাই ও চট্টগ্রামের মধ্যকার অতীতের ফ্লাইট যোগাযোগ পর্যটনে কীভাবে ইতিবাচক প্রভাব ফেলেছিল।
এছাড়া আঞ্চলিক যোগাযোগ উন্নয়নের অংশ হিসেবে থাইল্যান্ড, বাংলাদেশ, ভারত ও মিয়ানমারকে একসঙ্গে যুক্ত করে ত্রিপক্ষীয় মহাসড়ক প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণের আগ্রহের কথাও জানান প্রধান উপদেষ্টা।
বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠেয় আসন্ন বিনিয়োগ সম্মেলনে থাইল্যান্ডের ব্যবসায়ীদের আমন্ত্রণ জানান ড. ইউনূস। এছাড়া উভয় দেশের মধ্যে একটি সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তির রূপরেখা তৈরির উদ্দেশ্যে যৌথ সম্ভাব্যতা যাচাই শুরুর প্রস্তাব দেন তিনি।
বৈঠকের শুরুতে ড. ইউনূস ১৯৭২ সালে বাংলাদেশের স্বীকৃতিতে থাইল্যান্ডের প্রয়াত রাজা ভূমিবলের অবদানের প্রতি শ্রদ্ধা জানান এবং থাইল্যান্ডের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। বিমসটেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ায় থাই প্রধানমন্ত্রী তাকে অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে তার নেতৃত্বে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার হবে।