সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

চুরি যাওয়া অর্থ উদ্ধারে শ্রীলঙ্কার সহায়তা চাইলেন ড. ইউনূস

Fresh News রিপোর্ট
এপ্রিল ৪, ২০২৫
৮:৫৫ অপরাহ্ণ

বাংলাদেশ থেকে চুরি যাওয়া কোটি কোটি ডলার উদ্ধার ও দেশে ফিরিয়ে আনতে শ্রীলঙ্কার সহযোগিতা কামনা করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হারিনিয়া আমারাসুরিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই অনুরোধ জানান তিনি। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় জানিয়েছে।

বৈঠকে ড. ইউনূস জানান, বাংলাদেশে দুর্নীতির মাধ্যমে পাচার হওয়া বিপুল অর্থ দেশের জনগণের সম্পদ। এ অর্থ ফেরত আনার জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি শ্রীলঙ্কার সদ্য অনুমোদিত অর্থ পুনরুদ্ধার আইনের প্রশংসা করে বাংলাদেশকেও এই প্রক্রিয়ায় সহায়তার আহ্বান জানান।

জবাবে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী জানান, তার দেশ এরই মধ্যে অর্থপাচার ও দুর্নীতির মাধ্যমে বিদেশে যাওয়া অর্থ উদ্ধারে সক্রিয়। তিনি বলেন, শ্রীলঙ্কার সংসদ নতুন একটি আইন পাস করেছে যা অর্থ উদ্ধারের প্রক্রিয়াকে আরও কার্যকর করবে।

বৈঠকে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ, সংস্কৃতি ও শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। জুলাইয়ের গণঅভ্যুত্থান নিয়ে মতবিনিময়কালে ড. ইউনূস বলেন, এই বিদ্রোহ দেশের মানুষকে নতুন প্রত্যাশা ও আত্মবিশ্বাস দিয়েছে।

তিনি জানান, অন্তর্বর্তী সরকার যেসব সংস্কারের অঙ্গীকার করেছে, তা বাস্তবায়নের প্রস্তুতি চলমান রয়েছে এবং আগামী বছরের ডিসেম্বর থেকে জুনের মধ্যে একটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ ও পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন।