সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

মহুয়া কমিউটারের পাওয়ার কারে আগুন, দুই জেনারেটর পুড়ে ছাই

Fresh News রিপোর্ট
এপ্রিল ৪, ২০২৫
৮:৫৭ অপরাহ্ণ

গাজীপুরের শ্রীপুরে ময়মনসিংহগামী মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কারে আগুন লাগার ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে পুরো জেনারেটর কোচ। কীভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত তা এখনও নিশ্চিতভাবে জানা না গেলেও দুটি সম্ভাবনার কথা জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।

শুক্রবার (৪ এপ্রিল) সকালে ঢাকা রেলওয়ে স্টেশনের ওয়াশপিটে রাখা ক্ষতিগ্রস্ত কোচটি সরেজমিনে পরিদর্শন করেন রেল মহাপরিচালক। পরিদর্শন শেষে তিনি বলেন, “পাওয়ার কারে কী কারণে আগুন লেগেছে সেটা নির্ধারণ করা খুব কঠিন। পাওয়ার কারটি সম্পূর্ণ পুড়ে যাওয়ায় উৎস শনাক্ত করা যাচ্ছে না। তবে দুটি সম্ভাব্য কারণ হতে পারে—একটি হলো জেনারেটরের অতিরিক্ত তাপমাত্রা বা ওভারহিট, আরেকটি বাইরের কারও ফেলে দেওয়া সিগারেটের আগুন থেকে আগুন ছড়িয়ে পড়া।”

তিনি আরও জানান, পাওয়ার কারের ভেতরে থাকা দুইটি জেনারেটরসহ সব দাহ্য উপাদান পুড়ে গেছে। কেবল লোহার কাঠামোটি অবশিষ্ট রয়েছে। তিনি বলেন, “আমরা এটি মেরামতের জন্য চট্টগ্রামে পাঠাবো। আমাদের বিশ্বাস, কোচটি পুনঃব্যবহারের সম্ভাবনা রয়েছে।”

রেলওয়ের পক্ষ থেকে এই ঘটনায় একটি চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন ঢাকা বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা। আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানান মহাপরিচালক।

এর আগে বৃহস্পতিবার শ্রীপুর স্টেশনে পৌঁছার আগে জেনারেটর কোচে আগুন লাগার বিষয়টি প্রথম দেখতে পান যাত্রীরা। তারা সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করলে ট্রেন থামিয়ে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয় এবং পরে ফায়ার সার্ভিস এসে আগুন সম্পূর্ণভাবে নেভায়। তবে ততক্ষণে পুরো কোচটি পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনায় যাত্রীদের কেউ হতাহত না হলেও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে এবং ট্রেনটিকে গন্তব্যে পাঠানো সম্ভব হয়নি। রেল কর্তৃপক্ষ দ্রুত তদন্ত প্রতিবেদন জমার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।