সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুত এনসিপি: সারজিস আলম

Fresh News রিপোর্ট
এপ্রিল ৪, ২০২৫
৯:০২ অপরাহ্ণ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০টি আসনেই প্রার্থী মনোনয়ন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, ‘এটা আমাদের জন্য কোনো নতুন চ্যালেঞ্জ নয়, আমরা সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীদের মনোনয়ন দিয়েই নির্বাচনে অংশ নিতে চাই।’

শুক্রবার (৪ এপ্রিল) রংপুরের কেরামতিয়া মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এর আগে মসজিদের মুসল্লিদের উদ্দেশে এক সংক্ষিপ্ত বক্তব্য দেন এনসিপির এই নেতা।

সারজিস আলম বলেন, জাতীয় নাগরিক পার্টি মাত্র এক মাস আগে আত্মপ্রকাশ করেছে। অথচ এই স্বল্প সময়ের মধ্যেই আমরা মানুষের কাছে আস্থা তৈরি করেছি। অতীতে মনোনয়ন ছিল টাকার খেলা, এখন আর সেই সুযোগ নেই। জনগণের ভোটেই আমরা নির্বাচিত হয়ে সংসদে যেতে চাই। দেশের ৩২টি জেলায় সাংগঠনিক সফর চালিয়ে যাচ্ছি।

তিনি জানান, খুব দ্রুতই তৃণমূল পর্যন্ত সংগঠন বিস্তারের কাজ শুরু হবে। এপ্রিল মাসের মধ্যেই জেলা ও উপজেলা কমিটিগুলো গঠন করা হবে। কমিটিতে তরুণদের পাশাপাশি অভিজ্ঞ অগ্রজদের জায়গা দেওয়া হবে। নেতৃত্বের ক্ষেত্রে সততা, দক্ষতা ও জনপ্রিয়তাই হবে মূল মানদণ্ড।

রাজনীতিতে তারুণ্যের গুরুত্ব তুলে ধরে সারজিস আলম বলেন, ‘আমরা মাঠে, ঘাটে, অলিতে-গলিতে জনগণের কাছে যাব। তাদের সঙ্গে আগামীর বাংলাদেশের স্বপ্ন ভাগাভাগি করব। আমাদের সামনে আছে ২০২৪ সালের জুলাইয়ের গণজাগরণের চেতনা। সেই চেতনা নিয়েই এগিয়ে যাব।’

সারজিস আলম আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও সমতার ভিত্তিতে সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের মত আন্তঃদেশীয় সম্পর্ক গড়তে হবে পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে। ভারত, চীন, আমেরিকা বা রাশিয়া—সব দেশের সঙ্গেই বাংলাদেশ সমতা ও মর্যাদার ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলবে।

তিনি বলেন, “শেখ হাসিনার শাসনামলে দেশের ওপর এক ধরনের ‘ডমিনেন্স’ চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা সেই চোখ রাঙানি আর মেনে নেব না। এখন থেকে সম্মানের ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক গড়ে উঠবে।”

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতারা জানান, এনসিপির সঙ্গে যুক্ত হয়ে তারুণ্যের নেতৃত্বে দেশে গণতন্ত্র ও সুশাসনের বিকাশ ঘটাতে চান তারা।