চলে গেছে ঈদুল ফিতর, এবার মুসলিম উম্মাহর অপেক্ষা কোরবানির ঈদ—ঈদুল আজহার। মধ্যপ্রাচ্যে এই ঈদের সম্ভাব্য তারিখ ৬ জুন নির্ধারণ করেছে আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা সংস্থা ‘আমিরাত অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি’। বাংলাদেশে ঈদ উদযাপিত হতে পারে তার পরদিন অর্থাৎ ৭ বা ৮ জুন।
জ্যোতির্বিদ্যা সংস্থার পূর্বাভাস অনুযায়ী, ২৭ মে সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে। তখন ২৮ মে গণ্য হবে হিজরি জিলহজ মাসের প্রথম দিন। সে অনুযায়ী, ৫ জুন পালিত হবে আরাফাতের দিন—হজের মূল আনুষ্ঠানিকতা। আর পরদিন অর্থাৎ ৬ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে মধ্যপ্রাচ্যে।
আমিরাত অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ওই দিন চাঁদটি সূর্যাস্তের ৩৮ মিনিট পর্যন্ত আকাশে দেখা যাবে। তাই হিজরি ক্যালেন্ডার অনুযায়ী জিলহজ মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে ২৮ মে থেকেই।
বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ পালিত হয়। সে হিসেব ধরলে দেশের মুসলমানরা ৭ কিংবা ৮ জুন ঈদুল আজহা উদযাপন করতে পারেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে দেশের চাঁদ দেখা কমিটির ঘোষণার ওপর।
ঈদুল আজহা মুসলিমদের ত্যাগ ও আত্মসমর্পণের প্রতীক। এই দিনে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর নির্দেশে তাঁর পুত্র ইসমাইল (আ.)-কে কোরবানি দিতে চেয়েছিলেন, যা ইসলামের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। সে ঘটনার স্মরণে প্রতি বছর মুসলিমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করে থাকেন।