সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ঋণের পরবর্তী কিস্তির শর্ত পর্যালোচনায় ঢাকায় আসছে আইএমএফ

Fresh News রিপোর্ট
এপ্রিল ৫, ২০২৫
৯:৪৬ পূর্বাহ্ণ

চলমান ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির আওতায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে বাংলাদেশ চতুর্থ ও পঞ্চম কিস্তি মিলিয়ে ২৩৯ কোটি ডলার পেতে যাচ্ছে। তবে অর্থ ছাড়ের আগে বিভিন্ন শর্তের অগ্রগতি পর্যালোচনা করতে আইএমএফের প্রতিনিধি দল আগামী শনিবার (৬ এপ্রিল) ঢাকায় আসছে।

আইএমএফের এই সফর হবে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর দ্বিতীয় উচ্চপর্যায়ের সফর। দুই সপ্তাহব্যাপী এই সফরে প্রতিনিধি দলটি সরকারের অর্থ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিদ্যুৎ বিভাগ, বিইআরসি, ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগসহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করবে। সফরের প্রথম দিন ও শেষ দিন তারা অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে আলোচনায় বসবেন।

২০২৩ সালের জানুয়ারি থেকে শুরু হওয়া আইএমএফ কর্মসূচির আওতায় বাংলাদেশ ইতোমধ্যে তিন কিস্তিতে ২৩১ কোটি ডলার পেয়েছে। সরকার আশাবাদী, আগামী জুনে চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ একসঙ্গে ছাড় হবে।

তবে আইএমএফের অর্থ ছাড়ের জন্য বাংলাদেশের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। এর মধ্যে রয়েছে মুদ্রা বিনিময় হার বাজারভিত্তিক করা, জিডিপির ০.৫ শতাংশ হারে রাজস্ব আদায় বৃদ্ধি, এবং রাজস্ব নীতি ও প্রশাসনের পৃথকীকরণ। বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, এসব শর্ত বাস্তবায়নে অগ্রগতি হচ্ছে, তবে বাস্তবতা বলছে—রাজস্ব নীতি ও প্রশাসনের পৃথকীকরণ ছাড়া অন্য দুটি শর্তে তেমন অগ্রগতি হয়নি।

এদিকে আইএমএফ সফরের প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংক ‘ক্রলিং পেগ’ পদ্ধতিতে মুদ্রা বিনিময় হার স্থির রাখার কৌশল অবলম্বন করেছে, যার ফলে ডলারের দাম বর্তমানে ১২২ টাকায় স্থিতিশীল রয়েছে।

অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ এক আলোচনায় বলেন, বাজেট সহায়তার জন্য আইএমএফের অর্থ গুরুত্বপূর্ণ। তিনি জানান, আইএমএফ ও সরকার উভয়পক্ষ ২০২৪-২৫ অর্থবছরের জন্য নির্ধারিত কিস্তি একসঙ্গে ছাড়ের বিষয়ে একমত হয়েছে।

প্রতিনিধি দলের সফর শেষে আগামী ১৭ এপ্রিল এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পর্যালোচনার সারসংক্ষেপ জানানো হবে বলে আশা করা হচ্ছে।