দুই দিনের সফর শেষে ব্যাংকক থেকে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি থাইল্যান্ডের রাজধানীতে আয়োজিত ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
শুক্রবার (৪ এপ্রিল) রাত ১০টা ৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।
সফরকালে অধ্যাপক ইউনূস বিমসটেক ইয়ং জেনারেশন ফোরামে বক্তব্য রাখেন এবং সম্মেলনে দেওয়া ভাষণে সদস্য দেশগুলোকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আঞ্চলিক উন্নয়ন ও সমৃদ্ধির পথে একসঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
এ সফরে ড. ইউনূস থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েতংটার্ন সিনাওয়াত্রার কাছ থেকে আগামী দুই বছরের জন্য বিমসটেকের সভাপতিত্ব গ্রহণ করেন। এছাড়া তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শ্রীলঙ্কা, ভুটান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।
তাদের আলোচনায় বাণিজ্য, শুল্ক, রোহিঙ্গা প্রত্যাবর্তন, চুরি যাওয়া অর্থ উদ্ধার, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক স্থিতিশীলতা সংক্রান্ত বিষয় উঠে আসে। একইসঙ্গে তিনি বিমসটেক মহাসচিব ইন্দ্রা মণি পান্ডে ও থাইল্যান্ডের দুই গুরুত্বপূর্ণ মন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেন।
গত বৃহস্পতিবার ড. ইউনূস বিমসটেক সম্মেলনে অংশ নিতে ব্যাংকক পৌঁছান। এই সফরকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক সহযোগিতা ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচনা করা হচ্ছে।