সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে সরাসরি আলোচনায় যাবেন প্রধান উপদেষ্টা ইউনূস

Fresh News রিপোর্ট
এপ্রিল ৬, ২০২৫
৯:৪৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ থেকে আমদানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা অতিরিক্ত শুল্ক নিয়ে আলোচনার জন্য নিজেই দেশটির প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (৫ এপ্রিল) রাতে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত জরুরি বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন। তিনি বলেন, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে ইতিবাচক আলোচনায় যাওয়া হবে।

বাণিজ্য উপদেষ্টা আরও জানান, বাংলাদেশের প্রধান লক্ষ্য হচ্ছে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা। এ জন্য যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন তেল, তুলা, স্ক্র্যাপ, শিল্প যন্ত্রাংশ এবং জ্বালানি পণ্য আমদানি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এতে উভয় দেশের স্বার্থ রক্ষা হবে এবং শুল্ক নিয়ে বিতর্ক মীমাংসার পথে যাবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, “আমরা বিপরীত পরিস্থিতির দিকগুলো বুঝে কার্যকর কৌশল গ্রহণ করছি। আমাদের চূড়ান্ত সম্পদ হল প্রধান উপদেষ্টার নেতৃত্ব এবং তার আন্তর্জাতিক অবস্থান।”

প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান জানান, ফেব্রুয়ারির শুরু থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ভিত্তি তৈরি হয়েছিল। সে সময় তিনি ওয়াশিংটনে গিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে বৈঠক করেন এবং শুল্ক ইস্যুতে প্রাথমিক আলোচনা শুরু হয়। ফলে এটি বাংলাদেশ সরকারের জন্য কোনো আকস্মিক চ্যালেঞ্জ নয় বলে মন্তব্য করেন তিনি।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর, পিআরআই চেয়ারম্যান জাইদী সাত্তারসহ সরকারের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারকরা।

সবশেষে জানানো হয়, পরিস্থিতি মোকাবিলায় একটি সুসংগঠিত ও সমন্বিত পরিকল্পনা নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে এবং বাংলাদেশের পণ্য রপ্তানিতে যেন কোনো নেতিবাচক প্রভাব না পড়ে তা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা চলবে।