সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

গুলির মামলায় ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেপ্তার

Fresh News রিপোর্ট
এপ্রিল ৮, ২০২৫
৯:২০ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক অপরাধ আদালতের অপসারিত সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ এপ্রিল) রাতে রাজধানীর উত্তরার বাসভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মহিদুল ইসলাম জানান, উত্তরা পশ্চিম থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এক শিক্ষার্থীকে হত্যার উদ্দেশ্যে গুলি চালান তুরিন আফরোজ। ওই ঘটনার সূত্র ধরেই থানায় মামলাটি দায়ের হয়।

তাকে গ্রেপ্তারের পর থানায় নিয়ে আসা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে সোমবার সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, তুরিন আফরোজের বাড়ি ঘিরে রেখেছিল পুলিশ, পরে সেখান থেকেই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ব্যারিস্টার তুরিন আফরোজ একসময় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটরের দায়িত্ব পালন করলেও তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছিল, যা নিয়ে আলোচনা-সমালোচনাও হয়েছে দেশজুড়ে। এবার সরাসরি ফৌজদারি মামলায় গ্রেপ্তার হওয়ায় বিষয়টি আরও জটিল রূপ নিয়েছে।