বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে যৌথ বাহিনীর অভিযানে ডিজিএফআই কর্মকর্তা নিহতের ঘটনায় গ্রেপ্তারকৃত আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনি ও তার সহযোগী পাঁচজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত বিচারক অরুণ পাল তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্র জানায়, ২০২২ সালের ১৪ নভেম্বর নাইক্ষ্যংছড়ির তুমব্রু মধ্যমপাড়া এলাকায় যৌথ বাহিনী মাদকবিরোধী অভিযানে গেলে আরসা প্রধানের নির্দেশে সন্ত্রাসীরা হামলা চালায়। হামলার সময় গুলিতে নিহত হন স্কোয়াড্রন লিডার রিজওয়ান রুশাদী। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় তদন্ত শেষে অভিযুক্তদের আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠায়।
আদালত থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশে আতাউল্লাহ বলেন, রোহিঙ্গারা তাদের মাতৃভূমি আরাকানে ফিরবে এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রচেষ্টাকে রোহিঙ্গাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো উচিত।
উল্লেখ্য, গত ১৭ মার্চ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ময়মনসিংহে অভিযান চালিয়ে আতাউল্লাহকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশে আত্মগোপনে থেকে আরসার কার্যক্রম পরিচালনা করছিলেন বলে জানা গেছে।