সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

নাসার আর্টেমিস অ্যাকর্ডসে যুক্ত হলো বাংলাদেশ

Fresh News রিপোর্ট
এপ্রিল ৮, ২০২৫
৭:৫৫ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ‘আর্টেমিস অ্যাকর্ডস’-এ স্বাক্ষর করে বাংলাদেশ ৫৪তম দেশ হিসেবে একটি আন্তর্জাতিক মহাকাশ সহযোগিতা জোটের অংশীদার হয়েছে। এর মাধ্যমে মহাকাশ গবেষণায় বাংলাদেশের এক নতুন অধ্যায় শুরু হলো বলে মন্তব্য করেছে সরকার।

মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিনিয়োগ সম্মেলন উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এই তথ্য জানায়। এতে উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আর্টেমিস অ্যাকর্ডসে স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন এবং ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের উপস্থিতিতে। চুক্তিটি স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ মহাকাশ গবেষণা, নিরাপদ সম্পদ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক সহযোগিতার একটি সম্ভাবনাময় দ্বার উন্মোচন করল।

প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন জানান, চুক্তির মাধ্যমে মহাকাশে শান্তিপূর্ণ ও টেকসই ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। এই চুক্তি আউটার স্পেস ট্রিটি, অ্যাস্ট্রোনট রেসকিউ অ্যাগ্রিমেন্টসহ আন্তর্জাতিক মহাকাশ নীতির আলোকে তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, স্পারসো এবং নাসার মধ্যে ভবিষ্যতে যৌথ গবেষণা ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি পাবে। পাশাপাশি বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট কর্মসূচিও আরও আধুনিক ও শক্তিশালী হবে।

এই উদ্যোগের ফলে আগামী ২০ থেকে ২৫ বছরের মধ্যে বাংলাদেশ প্রযুক্তি, অর্থনীতি এবং বিজ্ঞান গবেষণায় দৃশ্যমান সাফল্য অর্জন করতে পারবে বলে আশা প্রকাশ করেন কর্মকর্তারা।

বিশ্বের অন্যান্য সদস্য দেশের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও দক্ষিণ কোরিয়ার মতো শক্তিধর রাষ্ট্র। এই তালিকায় যুক্ত হয়ে বাংলাদেশ এবার বৈশ্বিক মহাকাশ অভিযানের অন্যতম অংশীদারে পরিণত হলো।