সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

হিলি স্থলবন্দর পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

Fresh News রিপোর্ট
এপ্রিল ৯, ২০২৫
৮:০১ অপরাহ্ণ

বাংলাদেশ-ভারতের সম্পর্ক সুদৃঢ় রাখার পাশাপাশি আমদানি-রপ্তানি কার্যক্রমে গতি আনতে দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।

৯ এপ্রিল দুপুরে সড়কপথে রাজশাহী থেকে হিলিতে এসে তিনি সরেজমিনে স্থলবন্দরের কার্যক্রম পরিদর্শন করেন। এরপর সীমান্তের শূন্যরেখা পেরিয়ে ভারতে প্রবেশ করে সেখানে উপস্থিত ব্যবসায়ী ও সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

ভারতীয় অংশে কিছু সময় অবস্থানের পর তিনি আবারও বাংলাদেশে ফিরে আসেন এবং হিলি স্থলবন্দরের সম্মেলন কক্ষে কাস্টমস কর্মকর্তাসহ ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক, পণ্য পরিবহন ও সেবা কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

মনোজ কুমার বলেন, ভারতের অংশে রাস্তাঘাট, কোয়ারেন্টাইনসহ বেশকিছু অবকাঠামো উন্নয়ন কাজ চলছে। এগুলো শেষ হলে এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও দ্রুত ও সহজ হবে।

তিনি আরও জানান, বর্তমানে বিজনেস ও মেডিকেল ভিসা চালু রয়েছে। দুই দেশের উচ্চপর্যায়ের আলোচনার মাধ্যমে খুব শিগগিরই ট্যুরিস্ট ভিসা চালুর সম্ভাবনা রয়েছে, যা দুই দেশের মানুষের যাতায়াত ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করবে।