সোমবার
২১শে এপ্রিল, ২০২৫
৮ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

কালিয়াকৈরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

Fresh News রিপোর্ট
এপ্রিল ৯, ২০২৫
৮:০৪ অপরাহ্ণ

গাজীপুরের কালিয়াকৈরে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৯ এপ্রিল) বিকেলে শুরু হওয়া এ আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন জানান, বিকেলে কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের সামনে অবস্থিত একটি ঝুটের গুদামে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার সার্ভিস থেকে দুটি করে মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

সন্ধ্যা পর্যন্ত আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি বলে জানান তিনি। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনও জানা যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য তদন্ত চলছে।

আগুনের ভয়াবহতা এবং চারপাশে ঝুঁকিপূর্ণ অবস্থানের কারণে পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।