রবিবার
২০শে এপ্রিল, ২০২৫
৭ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

নারীদের সাথে ‍প্রেম করে ব্ল্যাকমেইল , অবশেষে র‌্যাবের হাতে ধরা

Fresh News রিপোর্ট
এপ্রিল ১৩, ২০২৫
২:১৭ অপরাহ্ণ

ফ্রেশ নিউজ  :

‘র‍্যাবের অফিসার পরিচয় দিয়ে একের পর এক নারীর মনে বিশ্বাসের জায়গা করে নিতেন সাগর। সেই বিশ্বাসে নারীরা কখনও ভিডিও কলে, কখনও সরাসরি নিজেকে উন্মোচন করতেন তার সামনে। আর তখনই শুরু হতো ব্ল্যাকমেইলের খেলা। তবে শেষ পর্যন্ত নিজে ধরা পড়লেন র‍্যাবের ফাঁদে।

শনিবার দুপুরে র‍্যাব-১২ বগুড়ার একটি বিশেষ অভিযানে আটক হন শিহাব হোসেন সাগর (২১) নামে এই যুবক।

বগুড়ার সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের দারিয়াল হাজরাদিঘী গ্রামে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। সাগর বগুড়া সদরের হাজরাদীঘি দাড়িয়াল এলাকার আব্দুল হান্নানের ছেলে।

সাগরের কাছ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ডিজিটাল ডিভাইস। যার মধ্যে রয়েছে ২টি স্মার্টফোন, ২টি বাটন ফোন, ৩টি সিম, মেমোরি কার্ড, একটি সিপিইউ, হার্ড ডিক্স, এসএসডি কার্ড, রামদা, চাপাতি, ছোড়া এবং বার্মিজ চাকুসহ আরও কিছু অস্ত্র।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম আবুল হাশেম সবুজ বলেন, সাইবার অপরাধ এবং সামাজিক মূল্যবোধ ধ্বংসকারী এসব প্রতারকদের বিরুদ্ধে র‍্যাব কঠোর অবস্থানে রয়েছে। সাগরের মতো প্রতারকরা আইনের ফাঁক গলে বের হতে পারবে না।