ব্যাটিং লাইনআপে তারকাদের ভিড় থাকলেও মাঝের সারিতে যেন ছন্দ হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। বিশেষ করে ওপেনারদের দ্রুত বিদায়ের পর দলের জয়ের হার মাত্র ৬ শতাংশে ঠেকেছে। সেই ব্যাটিং দুর্বলতা ঢাকতেই এবার ইনজুরি আক্রান্ত লেগস্পিনার অ্যাডাম জাম্পার জায়গায় স্কোয়াডে যুক্ত করা হলো কর্ণাটকের মারকুটে তরুণ ব্যাটার স্মরণ রবিচন্দ্রনকে।
অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জাম্পা চোটের কারণে পুরো আইপিএল থেকে ছিটকে পড়েছেন। যদিও তার চোটের ধরন ও জায়গা নির্দিষ্ট করে জানায়নি হায়দরাবাদ কর্তৃপক্ষ, তবে নিশ্চিত করেছে—এ মৌসুমে আর মাঠে নামা হচ্ছে না তার। জাম্পা এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছেন, যেখানে লখনৌ ও রাজস্থানের বিপক্ষে ৪৬ ও ৪৮ রান দিয়ে একটি করে উইকেট নেন।
তার পরিবর্তে দলে আসা ২১ বছর বয়সী স্মরণ রবিচন্দ্রন মূলত বাঁহাতি টপ অর্ডার ব্যাটার। প্রয়োজনে খেলতে পারেন মিডল অর্ডারেও। বল হাতেও অফস্পিনে অবদান রাখতে পারেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেট ব্যাটার হিসেবে আগেই নজর কেড়েছিলেন তিনি।
আইপিএলের বিবৃতিতে জানানো হয়, স্মরণ প্রথম শ্রেণির ক্রিকেটে সাতটি ম্যাচ খেলে ৬৪ গড়ে ৫০০-এর বেশি রান করেছেন। রয়েছে একটি ডাবল সেঞ্চুরি। ছয়টি টি-টোয়েন্টি ম্যাচে করেছেন ১৭০ স্ট্রাইকরেটে ১৭০ রান। ৫০ ওভারের ঘরোয়া ম্যাচেও আছে নজরকাড়া পারফরম্যান্স। সব মিলিয়ে তার রানসংখ্যা ১১০০ ছাড়িয়েছে।
৩০ লাখ টাকায় তাকে দলে ভেড়াল সানরাইজার্স হায়দরাবাদ। এখনই একাদশে জায়গা না হলেও ব্যাটিং বিপর্যয়ের মুহূর্তে স্মরণ রবিচন্দ্রনকে মাঠে দেখা যেতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।