শনিবার
১৯শে এপ্রিল, ২০২৫
৬ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

একই দিনে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি সমাবেশে উত্তেজনা

Fresh News রিপোর্ট
এপ্রিল ১৯, ২০২৫
১০:১৬ পূর্বাহ্ণ

কুমিল্লার মুরাদনগরে একদিনে একই সময়ে আলাদা দুটি স্থানে জনসভার ঘোষণা দিয়েছে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), যা ঘিরে উপজেলাজুড়ে টানটান উত্তেজনা বিরাজ করছে।

শনিবার দুপুরে উপজেলার হায়দরাবাদ ও পীর কাশিমপুর এলাকায় আলাদা দুটি সমাবেশ করবে দল দুটি। তবে প্রশাসনের কাছে কেউ লিখিতভাবে অনুমতি চায়নি বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, তারা আগেই আন্দিকোট ইউনিয়নের হায়দরাবাদ সামসুল হক কলেজ মাঠে জনসভার আয়োজন করেছে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও দলের ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের। সমাবেশ সফল করতে পোস্টার লাগানো ও মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালানো হয়েছে।

অন্যদিকে, এনসিপিও ওই দিনই পার্শ্ববর্তী আকবপুর ইউনিয়নের পীর কাশিমপুর হাইস্কুল মাঠে বাঙ্গরা বাজার শাখার ব্যানারে জনসভার ডাক দিয়েছে। এই জনসভায় উপস্থিত থাকার কথা অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার বাবা মো. বিল্লাল হোসেন মাস্টারের।

বিএনপির উপজেলা আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন বলেন, এনসিপিকে স্বাগত জানানো হলেও মুরাদনগরে বিএনপির কোনো প্রতিপক্ষ নেই। সুষ্ঠু নির্বাচন হলে এখানকার ভোটারের ৯০ শতাংশ কায়কোবাদকে সমর্থন করবেন।

এনসিপির বাঙ্গরা বাজার শাখার সভাপতি কামরুল হাসান কেনাল বলেন, এনসিপি নিজেদের শক্তি প্রমাণ করবে জনসভাকে জনসমুদ্রে রূপ দিয়ে। সব আয়োজন দলের নেতাকর্মীরাই নিজেদের অর্থায়নে করছেন।

মুরাদনগরের ইউএনও মো. আবদুর রহমান বলেন, জনসভার বিষয়ে এখনো কোনো দলের পক্ষ থেকেই আনুষ্ঠানিক অনুমতি চাওয়া হয়নি। বিষয়টি জেলা প্রশাসনের সঙ্গে আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।