মঙ্গলবার
২২শে এপ্রিল, ২০২৫
৯ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

কাশ্মিরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় নিহত ৫

Fresh News রিপোর্ট
এপ্রিল ২২, ২০২৫
৮:২৯ অপরাহ্ণ

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে পর্যটকদের বহনকারী একটি দলের ওপর হামলা চালিয়েছে সশস্ত্র বন্দুকধারীরা। মঙ্গলবার সকালে পেহেলগামে সংঘটিত এই হামলায় অন্তত পাঁচজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন অঞ্চলটির সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

মুফতি এই ঘটনায় শোক জানিয়ে বলেন, একটি পর্যটন এলাকায় নিরীহ মানুষের ওপর এমন কাপুরুষোচিত হামলা অত্যন্ত নিন্দনীয়। হামলার পর গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

যদিও এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি, কাশ্মিরে দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ চলছে। স্বাধীনতা অথবা পাকিস্তানের সঙ্গে একীভূত হওয়ার দাবিতে ১৯৮৯ সাল থেকে নানা সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে। ভারতের অভিযোগ, এই বিদ্রোহীদের পেছনে রয়েছে পাকিস্তানের মদদ। তবে ইসলামাবাদ এই অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিজেপি নেতা রবীন্দ্র রাইনা বলেন, কাশ্মিরে ঘুরতে আসা নিরীহ পর্যটকদের লক্ষ্য করে কাপুরুষোচিত হামলা চালানো হয়েছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।

কাশ্মিরে পর্যটন শিল্প পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত সরকার। ২০২৩ সালে শ্রীনগরে জি-২০ সম্মেলন আয়োজন এবং পর্যটন খাতকে আরও এগিয়ে নিতে নেয়া বিভিন্ন পদক্ষেপের মধ্যেই এই হামলা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর কাশ্মিরে প্রায় ৩৫ লাখ পর্যটক ভ্রমণ করেছিলেন, যাদের অধিকাংশই ভারতের ভেতরের মানুষ।