মঙ্গলবার
২২শে এপ্রিল, ২০২৫
৯ই বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

আন্দোলনের ফসলেই শেখ হাসিনার বিদায়

Fresh News রিপোর্ট
এপ্রিল ২২, ২০২৫
৮:৩৯ অপরাহ্ণ

কোনো বিপ্লব বা পরিবর্তন এক মাসে হয় না, তার জন্য লাগে বছরের পর বছর সংগ্রাম—এ কথা উল্লেখ করে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘শেখ হাসিনার দেশত্যাগ হঠাৎ কোনো ঘটনার ফল নয়, এটি বিএনপির ১৬ বছরের আন্দোলনের ফসল।’

মঙ্গলবার (২২ এপ্রিল) গাইবান্ধা জেলা স্টেডিয়াম মিলনায়তনে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত একটি প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন। সকাল ১১টা থেকে শুরু হওয়া এ কর্মশালায় জেলা ও উপজেলা পর্যায়ের অঙ্গসংগঠনের প্রায় ৫ শতাধিক নেতাকর্মী অংশ নেন।

রুমিন ফারহানা বলেন, ‘কেউ যদি মনে করেন ৩৬ দিনের আন্দোলনে শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়া গেছে, তবে তারা বোকার স্বর্গে বাস করছেন। কোনো অভ্যুত্থান, কোনো বিপ্লব, কোনো যুদ্ধ অল্প সময়ে হয় না। এর পেছনে থাকে আত্মত্যাগ, রক্ত, সংগ্রাম আর ধৈর্য।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ গত ১৫ বছরে যে পাপ করেছে, তার বিচার আগামী ১০০ বছরেও চলতে থাকবে। বিএনপি এই সময়ে এক ইঞ্চি জমিও ছেড়ে দেয়নি, ভবিষ্যতেও ছাড় দেবে না।’