বুধবার
৭ই মে, ২০২৫
২৪শে বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত নেতা তাহেরের বৈঠক

Fresh News রিপোর্ট
মে ৭, ২০২৫
১১:৪০ পূর্বাহ্ণ

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

মঙ্গলবার (৬ মে) ঢাকায় চীনা দূতাবাসে এই মতবিনিময় অনুষ্ঠিত হয় বলে জানায় জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ। মুজিবুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে।

আলোচনায় দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং সার্বিক বিষয়ে মতবিনিময় হয়। উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ-চীন জনগণ ও সরকারের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

তারা বলেন, পারস্পরিক সংলাপের ধারাবাহিকতা রক্ষা করে দুই দেশের স্বার্থে যৌথভাবে কাজ করা উচিত। পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা আরও গতিশীল হবে বলেও তারা মন্তব্য করেন।