বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত ডিআইজি ও বীর মুক্তিযোদ্ধা এ এইচ এম ফিরোজ কবীর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৬ মে) ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন গভীর শোক প্রকাশ করেছে। এক যৌথ শোকবার্তায় গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ও অ্যাসোসিয়েশনের সভাপতি ড. নাজমুল করিম খান এবং সাধারণ সম্পাদক ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান মরহুমের অবদানের কথা স্মরণ করেন।
ফিরোজ কবীর ১৯৪৮ সালে দিনাজপুর জেলার পার্বতীপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৭৩ সালে তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন এবং দীর্ঘ কর্মজীবনে পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
তিনি মেহেরপুরের পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টারের এআইজি (ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন), সৈয়দপুর এসআরপি ও স্পেশাল ব্রাঞ্চ ঢাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি এক পুত্রসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।