বুধবার
৭ই মে, ২০২৫
২৪শে বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ আইনের সংশোধন অনুমোদন

Fresh News রিপোর্ট
মে ৭, ২০২৫
১১:৪৫ পূর্বাহ্ণ

বিভিন্ন রাজনৈতিক দলের আপত্তি ও নির্বাচন কমিশনের অনুরোধের প্রেক্ষিতে নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত আইন সংশোধনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এখন উপদেষ্টা পরিষদের চিঠি পাওয়ার পর এ বিষয়ে কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৬ মে) এ তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, সংশোধিত আইন হাতে পাওয়ার পর পরবর্তী ধাপ ঠিক করা হবে। সীমানা পুনর্নির্ধারণ কমিটির মাধ্যমে হবে নাকি অন্যভাবে যাচাই-বাছাই করে হবে, তা তখন নির্ধারণ করা হবে।

তিনি আরও জানান, সীমানা সংক্রান্ত প্রায় ৪০০ আবেদন নির্বাচন কমিশনে জমা রয়েছে। এসব আবেদনের সমস্যা সমাধান করা হবে। যাদের সীমানা নিয়ে অভিযোগ রয়েছে, তারা স্বেচ্ছায় ইসিতে আবেদন করতে পারবেন।

এর আগে মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এ তথ্য জানান।