মেহেরপুরের গাংনীতে একটি ডাম্প ট্রাকে ধাক্কা দিলে মাইক্রোবাসের চালকসহ তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (৬ মে) রাত ১০টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের শুকুরকান্দী এলাকায়।
নিহতরা হলেন গাংনী পৌর শহরের জামাল উদ্দীন (৫০), গাড়াডোব গ্রামের শ্রমিক শাহিন আলী (২৮) এবং সদর উপজেলার শ্যামপুর গ্রামের আক্তার বানু (৫৬)। আহত চারজন হলেন উলফা খাতুন, ফজিলা খাতুন, গোলাপি খাতুন ও আলতাফ হোসেন।
নিহত শাহিনের চাচাতো ভাই রাকিব হোসেন জানান, তার দাদি ফজিলা খাতুন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গাংনী হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এরপর পরিবারের সাতজন সদস্য মাইক্রোবাসে করে রওনা দিলে শুকুরকান্দীতে একটি ডাম্প ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে।
দুর্ঘটনায় আহত সবাইকে প্রথমে মিরপুর উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আক্তার বানুর মৃত্যু হয় এবং চালক জামাল ও শাহিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান।
গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, মাইক্রোবাস ও ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে এবং তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, একই দিনে গাংনীর তেরাইল ও কামারখালীতে আরও দুটি সড়ক দুর্ঘটনায় মুনতাসির ও সোহাগ নামে দুইজন নিহত হন। একদিনে গাংনীতে পৃথক তিনটি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোট পাঁচজন।