বুধবার
৭ই মে, ২০২৫
২৪শে বৈশাখ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

৬ দফা দাবিতে বরিশাল নার্সিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন

Fresh News রিপোর্ট
মে ৭, ২০২৫
১১:৫০ পূর্বাহ্ণ

৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা। একইসঙ্গে তারা শিক্ষক ও পোস্ট গ্র্যাজুয়েটদের দ্বারা শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার বিচারও দাবি করেছেন।

বুধবার (৭ মে) সকাল ৯টা থেকে কলেজের সামনে এই কর্মসূচি শুরু হয়। এর আগে মঙ্গলবার (৬ মে) কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা শিক্ষকদের বাধার মুখে পড়েন বলে অভিযোগ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগসহ মোট ৬ দফা দাবিতে আন্দোলন করছিলেন তারা।

শিক্ষার্থীরা জানান, আন্দোলন চলাকালে কয়েকজন শিক্ষক ও পোস্ট গ্র্যাজুয়েট এসে তাদের মারধর করেন। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। ঘটনার পর থেকেই তারা শান্তিপূর্ণভাবে শাটডাউন আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

আন্দোলনকারী শিক্ষার্থী শুভ বলেন, “আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে দাবি উপস্থাপন করছিলাম। কিন্তু বিনা কারণে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। দাবি মেনে নেওয়া ও দোষীদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।”

আরেক শিক্ষার্থী ইসরাত জাহান বলেন, “আমরা কোনো শিক্ষকের বিরুদ্ধে নই। আমরা একটি অযৌক্তিক পদ্ধতির বিরুদ্ধে আন্দোলন করছি। কিন্তু কিছু অতি উৎসাহী শিক্ষক আমাদের আন্দোলনে বাধা দিচ্ছেন।”

শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ ও হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন।