আজাদ কাশ্মিরসহ পাকিস্তানের নয়টি স্থানে মধ্যরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত, যার ফলে অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। হামলার সময় দুটি মসজিদকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।
বুধবার (৭ মে) জিও নিউজের খবরে বলা হয়, ভারতীয় বাহিনী মধ্যরাতে অন্তত ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। আইএসপিআরের মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ জানান, নিহতদের মধ্যে রয়েছেন এক কিশোরী ও এক তরুণ, যাদের মৃত্যু হয়েছে কোটলির মসজিদ-ই-আব্বাসে চালানো হামলায়। আহত হয়েছেন এক নারী ও তার কন্যাও।
তিনি আরও জানান, মুরিদকেতেও একটি মসজিদে হামলা চালিয়ে এক ব্যক্তিকে হত্যা এবং একজনকে আহত করা হয়েছে। এ শহরে চারটি হামলার ঘটনা ঘটেছে, যেখানে একজন নিহত, একজন আহত এবং দুইজন নিখোঁজ রয়েছেন। হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়।
শিয়ালকোটে কোটলি লোহারান গ্রামে একটি গোলা পড়লেও তা বিস্ফোরিত হয়নি। আরেকটি গোলা জনবসতিহীন এলাকায় পড়ে বিস্ফোরিত হয়। শকরগড়ে চালানো হামলায় একটি স্থানীয় চিকিৎসালয় ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেনারেল শরীফ বলেন, “এই হামলাগুলো বেসামরিক অবকাঠামোর ওপর সরাসরি আগ্রাসন। ভারতের স্পষ্ট আগ্রাসন প্রমাণে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হবে।”
এর মধ্যে পাকিস্তানের পাল্টা হামলার আশঙ্কায় ভারত-শাসিত কাশ্মিরে স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে এবং উত্তর ভারতের কয়েকটি বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।