ফ্রেশ নিউজ ডেস্ক:
সেন্ট লুসিয়ায় পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডকে ৫ উইকেটে পরাজিত করেছে। ম্যাচটি ছিল রান আর ছক্কার উৎসব, যেখানে দুই দল মিলে তুলেছে ৪৩৯ রান এবং মারেছে ৩২টি ছক্কা।
ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ২১৮ রানের বিশাল স্কোর গড়ে। ফিল্ট সল্ট ৩৫ বলে ৫৫ রান করেন এবং জ্যাকব বেথেল ৩২ বলে অপরাজিত ৬২ রান করেন। ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার ২৩ বলে ৩৮ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে গুডাকেশ মোতি ২ উইকেট শিকার করেন।
জবাবে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার শাই হোপ ও এভিন লুইস রেকর্ড গড়ার মতো শুরু করেন। তারা ৫৫ বলে ১৩৬ রানের জুটি গড়েন। লুইস ৩১ বলে ৬৮ এবং হোপ ২৪ বলে ৫৪ রান করেন। ইংল্যান্ডের রেহান আহমেদ এক ওভারে তিনটি উইকেট নিয়ে উত্তেজনা তৈরি করলেও অধিনায়ক রোভম্যান পাওয়েল (২৩ বলে ৩৮) এবং শেরফান রাদারফোর্ড (১৭ বলে অপরাজিত ২৯) সহজেই দলকে জয়ের বন্দরে নিয়ে যান।
ওয়েস্ট ইন্ডিজ ১৯ ওভারে ২২১ রান তুলে ম্যাচ জিতে নেয়। শাই হোপ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। পাঁচ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। সিরিজের শেষ ম্যাচটি আজ রাতে অনুষ্ঠিত হবে।