রায়েরবাজার কবরস্থানে শহীদদের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীর রায়েরবাজার কবরস্থানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারতের পর নাহিদ ইসলাম বলেন, “শহীদদের ঋণ কখনো শোধ করা যাবে না। আমরা তাদের পাশে থাকব।”
তিনি আরও জানান, শহীদদের শনাক্তকরণের কাজ চলমান রয়েছে। উপদেষ্টা শহীদদের পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
এছাড়া, শহীদ পরিবারের জন্য আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম আগামী মাসের শুরুতেই চালু হবে বলে তিনি জানান।