রবিবার
২৬শে জানুয়ারি, ২০২৫
১২ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

টানা তিন ম্যাচে হারের তিক্ত স্বাদে লিওনেল মেসি

Fresh News রিপোর্ট
নভেম্বর ১৭, ২০২৪
১০:৪১ পূর্বাহ্ণ

ফ্রেশ নিউজ ডেস্ক:

লিওনেল মেসি ক্যারিয়ারে তৃতীয়বারের মতো টানা তিন ম্যাচে হারার অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার হারের আগে ইন্টার মায়ামির হয়ে দুই ম্যাচে আটলান্টা ইউনাইটেডের কাছে হারেন মেসি। তিন ম্যাচের প্রতিটিতেই হারের ব্যবধান ছিল ২-১।

মেসি এর আগে ২০১৪ এবং ২০১৬ সালে বার্সেলোনার জার্সিতে টানা তিন ম্যাচে হারেন। ২০১৪ সালে বার্সা চ্যাম্পিয়নস লিগ, লা লিগা এবং কোপা দেল রে ফাইনালে হেরে হতাশ হয়। একইভাবে ২০১৬ সালে লা লিগা এবং চ্যাম্পিয়নস লিগে হারের ধাক্কা সামাল দিতে হয়েছিল কাতালান ক্লাবটিকে।

এবার প্যারাগুয়ের বিপক্ষে হারের পর মেসি ব্রাজিলিয়ান রেফারির প্রতি ক্ষোভ ঝেড়েছেন। পেরুর বিপক্ষে পরবর্তী ম্যাচে হার এড়াতে না পারলে মেসি প্রথমবারের মতো টানা চার ম্যাচে হারের অভিজ্ঞতা অর্জন করবেন।

মেসি এর আগেও দুইবার জয়হীন থাকার দীর্ঘসময় পার করেছেন। ২০১৩ সালে এবং ২০২১ সালে ছয় ম্যাচে জয়হীন থাকায় আর্জেন্টিনা ও বার্সেলোনার পারফরম্যান্স সমালোচনার মুখে পড়ে। তবে মেসির মতো একজন কিংবদন্তির জন্য এমন সময় কেবলই সাময়িক পরীক্ষা।