ফ্রেশ নিউজ ডেস্ক:
আগামী আইপিএলের মেগা নিলামে বাংলাদেশের ১২ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন। সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের মতো অভিজ্ঞতার পাশাপাশি নিলামের তালিকায় রয়েছেন তরুণ প্রতিভাবান ক্রিকেটাররা।
সাকিব আইপিএলে ৯ মৌসুমে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদে খেলেছেন, যেখানে তাঁর অবদান কলকাতাকে দুইবার চ্যাম্পিয়ন করেছে। মোস্তাফিজও ২০১৬ সাল থেকে নিয়মিত আইপিএলে খেলছেন।
নিলামের চূড়ান্ত তালিকায় আরও আছেন রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান, মেহেদী হাসান, নাহিদ রানা, ও হাসান মাহমুদ। তাঁদের মধ্যে কেউ আইপিএলে খেলার অভিজ্ঞতা না থাকলেও তরুণদের প্রতিভা নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ রয়েছে।
জেদ্দায় ২৪-২৫ নভেম্বর অনুষ্ঠিতব্য মেগা নিলামে ৫৭৪ জন ক্রিকেটার অংশ নিচ্ছেন। ফ্র্যাঞ্চাইজিগুলো ২০৪ জন ক্রিকেটার কিনতে পারবে, যার মধ্যে ৭০টি স্থান বিদেশি খেলোয়াড়দের জন্য নির্ধারিত।
বাংলাদেশি ক্রিকেটারদের জন্য এবারের নিলাম বিশেষ আকর্ষণীয় হতে পারে, বিশেষ করে তরুণদের আইপিএলে নিজেকে প্রমাণ করার সুযোগের অপেক্ষা।