রবিবার
২৬শে জানুয়ারি, ২০২৫
১২ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

‘বুড়ো’ রোনালদোর দুর্দান্ত বাইসাইকেল কিক

Fresh News রিপোর্ট
নভেম্বর ১৭, ২০২৪
৪:২৪ অপরাহ্ণ

ফ্রেশ নিউজ ডেস্কঃ

ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও প্রমাণ করেছেন, বয়স শুধু একটি সংখ্যা। উয়েফা নেশনস লিগে পোল্যান্ডের বিপক্ষে শুক্রবার রাতে তার অসাধারণ বাইসাইকেল কিকে ফুটবল বিশ্ব মুগ্ধ। চল্লিশের কাছাকাছি বয়সেও এই দৃষ্টিনন্দন গোল আন্তর্জাতিক ক্যারিয়ারে তার ১৩৫তম গোল। প্রথম গোলটি ছিল পানেনকা শট, দ্বিতীয়টি ছিল এই স্মরণীয় বাইসাইকেল কিক।

বয়সকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে রোনালদো শীর্ষ পর্যায়ের ফুটবলে দেখিয়ে দিচ্ছেন তার ফিটনেস ও কৌশলের দক্ষতা। গোল করার পর পিঠে হাত দিয়ে হাঁটার ভঙ্গি করে মজার ছলে বুড়ো মানুষদের মতো আচরণ করে রোনালদো দর্শকদের মন জিতে নেন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘অবসর নিয়ে আমি এক বা দুই বছর পর ভাবব। এখন শুধু খেলাটা উপভোগ করতে চাই।’

পর্তুগালের হয়ে পোল্যান্ডকে ৫-১ গোলে হারানোর ম্যাচে রোনালদো নতুন রেকর্ড গড়েছেন, জাতীয় দলের হয়ে এক ম্যাচে জোড়া গোল করা সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে। তার পেশাদার ক্যারিয়ার গোল এখন ৯১০টি। এক হাজার গোলের মাইলফ