দীর্ঘদিন আইপিএলের নিয়মিত মুখ সাকিব আল হাসান গত আসরে দল না পেলেও, আসন্ন আসরে তাঁর অংশগ্রহণের সম্ভাবনা উজ্জ্বল। সৌদি আরবের জেদ্দায় আগামী ২৪ ও ২৫ নভেম্বর অনুষ্ঠিতব্য মেগা নিলামে সাকিবের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে এক কোটি রুপি।
চেন্নাই সুপার কিংস তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি শ্যাডো ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছে, “জাদেজার জমজ অলরাউন্ডার কে?” অনেকেই এই ছবিতে সাকিবের মিল খুঁজে পেয়েছেন। ধারণা করা হচ্ছে, চেন্নাই সুপার কিংস সাকিবকে দলে নেওয়ার পরিকল্পনা করছে।
আগামী আসরে সাকিবের আইপিএলে ফেরার এই সম্ভাবনা ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়েছে। যদি তিনি নিলামে সুযোগ পান, তবে এটি তাঁর আইপিএল ক্যারিয়ারে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হবে।