সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনায় নাসুম আহমেদ এতদিন নীরব ছিলেন। সম্প্রতি ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “আমি এই বিষয়ে কিছু বলতে চাই না। সব আল্লাহর হাতে ছেড়ে দিয়েছিলাম, আর তিনি আমাকে ফেরত দিয়েছেন।”
চড়-কাণ্ডের পর মানসিক চাপে ভেঙে পড়লেও নাসুম প্রিমিয়ার লিগে নিজেকে প্রমাণ করেছেন। প্রথম চার ম্যাচে উইকেট না পেলেও পরের ১২ ম্যাচে ২৪ উইকেট শিকার করেন, যার মধ্যে একটি ৫ উইকেট শিকার ছিল।
হাথুরুসিংহে কোচের পদ থেকে বরখাস্ত হওয়ার পর নাসুম জাতীয় দলে ফিরে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখান। দ্বিতীয় ওয়ানডেতে ২৫ রান করার পাশাপাশি ২৮ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। তাঁর প্রত্যাবর্তন গল্প প্রমাণ করে, মানসিক শক্তি দিয়ে যেকোনো প্রতিকূলতা জয় করা সম্ভব।