অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের অনুরোধ জানিয়েছেন, মিথ্যা সংবাদ প্রচার না করতে। মঙ্গলবার চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, “মিথ্যা সংবাদ পার্শ্ববর্তী দেশের সুবিধা এনে দেয়। আমাদের মিডিয়ার সুনাম ধরে রাখতে হবে।”
পুলিশের কার্যক্রম নিয়ে তিনি জানান, “পুলিশের মনোবল বৃদ্ধি পেয়েছে, তবে সময় দিতে হবে। দুই দিনে সব পরিবর্তন সম্ভব নয়।” সম্প্রতি ধর্মীয় উসকানি ও অস্থিতিশীলতার বিষয়ে তিনি বলেন, “পার্শ্ববর্তী দেশ উসকানি দিচ্ছে, তবে আমরা কোনো ক্ষতি করছি না। সাংবাদিকরা অনুসন্ধান করে প্রকৃত তথ্য তুলে ধরুন।”
জাহাজ নিয়ে বিতর্কের জবাবে তিনি বলেন, “আমাদের দেশে কোনো দেশের জাহাজ আসা নিষিদ্ধ নয়। খাদ্যপণ্য আমদানি দেশের জন্য প্রয়োজনীয়। যারা এসব নিয়ে অপপ্রচার চালাচ্ছে, তারা দেশের শত্রু।”