নিজস্ব প্রতিবেদক :
শেরপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’র লিফলেট বিতরণ করেছেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
শনিবার (২৩ নভেম্বর) সকাল থেকে রাত্রি পর্যন্ত জেলার ঝিনাইগাতী উপজেলার কয়েকটি স্থানে জনসাধারণের মাঝে ধানের শীষ সম্বলিত লিফলেট এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।
এসময় সংক্ষিপ্ত পথসভায় নুরুল ইসলাম নয়ন বলেন, বিগত সময়ে আওয়ামী লীগ স্বৈরশাসক শেখ হাসিনা দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। জনগণের জানমালের কোন নিরাপত্তা ছিল না। জনগণের অর্থ বিদেশে পাচার করে দিয়েছে। ছাত্র জনতা মিলে গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশকে স্বৈরাচারীর হাত থেকে রক্ষা করেছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা’র রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা দিয়েছেন। আগামীর বাংলাদেশ হবে সবার বাংলাদেশ, যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে, ব্যক্তি স্বাধীনতার অধিকার থাকবে।
লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জুবায়েদ হোসেন শাকিল, শেরপুর জেলা যুবদলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা প্রমুখ।