রাজ্জাক রাজ:
আওয়ামীলীগের চোখে এখন কুমিরের মায়া কান্না। তাদের সময়ে কথা বললে হয় মাইর, না হয় জেল। কেউ বিচার পাইনি বলে মন্তব্য করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে কামারখন্দ উপজেলার কোনাবাড়ি ইসহাক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপর প্রতিশোধ নিয়েছে। সে বাংলাদেশের কোটি কোটি টাকা পাচার করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের একটি কমিটিতে শেখ হাসিনা কোটি কোটি টাকা পাচার করার বিষয়টি উঠে এসেছে । যে টাকা দিয়ে ১০০টি পদ্মা সেতু বানানো যেতো। হাসিনা শুধু প্রয়োজনে সব কিছুর দাম বাড়িয়েছে। শেখ হাসিনা এ দেশকে শ্মশান বানিয়ে গেছে। শেখ হাসিনা ভারত গিয়ে ষড়যন্ত্র করছে কিভাবে ক্ষমতায় আসা যায়? কিন্তু এদেশের মানুষ একবার যে বমি করে, সেই বমি আর তোলে না। হাসিনা পুলিশ প্রশাসন আদালতকে ধ্বংস করে গেছে।
তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, নির্বাচনে জয়লাভ করলে আমরা একা সরকার গঠন করবো না। আমাদের সাথে যারা আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করবো। আমরা ৩১ দফা দিয়ে জনগণের অধিকার ফিরিয়ে আনবো। শহীদ জিয়াউর রহমান যেমন এদেশের মানুষে মঙ্গলের জন্য কাজ করে গেছে। তার ছেলে তারেক রহমানও এ দেশের মানুষের মঙ্গলের জন্য কাজ করবে। ৩১ দফার মাধ্যমে বেগম জিয়া ও তারেক রহমানের নেতৃত্বেই দেশে উন্নয়ন হবে।
তিনি আরও বলেন,গত ১৬ বছরে কত মানুষ আহত নিহত হয়েছে তার হিসেব নেই। হাসিনা ১৬ বছর যে ঘা করেছে সেটা সহজে ঠিক হবে না। আল্লাহ আমাদের দোয়া কবুল করেছে। অত্যাচারী হাসিনা পালিয়েছে। তবে আওয়ামীলীগ কিন্তু এখনো যায়নি। এখনো আওয়ামীলীগ আছে। এজন্য তিনি দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে সজাগ ও ধৈর্য ধরার অনুরোধ করেন।
কামারখন্দ উপজেলা বিএনপির সভাপতি মো.বদিউজ্জামান ফেরদৌস এর সভাপতিত্ব সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি, সিরাজগঞ্জ-সদর-কামারখন্দ আসনের সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, বিএনপির নেতা শম্ভু নাথ দাস, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মুরাদুজ্জান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, সদস্য সচিব মিলন হক রঞ্জু, ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, কামারখন্দ উপজেলা যুবদলের আহবায়ক এম এ আলী মন্ডল, সদস্য সচিব হাসনাতে রাব্বি সুমন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ সোহেল, ছাত্রদলের আহবায়ক মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক তানভীর হোসেন, হাজী কোরপ আলী কলেজ ছাত্রদলের আহবায়ক শামীম সরকার, সদস্য সচিব কামাল হোসেন প্রমুখ।