শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫
১০ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

৯ গোলের ম্যাচে টটেনহ্যামকে উড়িয়ে শীর্ষে অলরেডরা

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ২৩, ২০২৪
৯:১২ পূর্বাহ্ণ

চলতি প্রিমিয়ার লিগে বড় দলের বিপক্ষে ধারাবাহিক পারফরম্যান্স দেখালেও তুলনামূলক দুর্বল দলের কাছে পয়েন্ট হারানোর প্রবণতা ছিল টটেনহ্যামের। তবে লিভারপুলের বিপক্ষে কোনো অঘটন ঘটাতে পারেনি তারা। নয় গোলের রোমাঞ্চকর এক ম্যাচে টটেনহ্যামকে ৬-৩ ব্যবধানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান পোক্ত করেছে অলরেডরা।

ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক মেজাজ দেখায় টটেনহ্যাম। প্রথম মিনিটেই তারা এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করলেও সেটিই ছিল তাদের শেষ ভালো মুহূর্ত। এরপর পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করে লিভারপুল। প্রথমার্ধে লুইস দিয়াজের হেড থেকে করা গোলে এগিয়ে যায় লিভারপুল। এর পর মাত্র ২৩ মিনিটে আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে ব্যবধান দ্বিগুণ করে অলরেডরা।

টটেনহ্যাম অবশ্য ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল প্রথমার্ধের শেষদিকে। দূরপাল্লার শটে জেমস ম্যাডিসন একটি গোল শোধ করেন। তবে যোগ করা সময়ে দমিনিক সবোস্লাইয়ের গোলে আবারও দুই গোলের ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল।

বিরতি থেকে ফেরার পর ম্যাচ পুরোপুরি নিজেদের দখলে নেয় লিভারপুল। ৫৪ ও ৬১ মিনিটে মোহাম্মদ সালাহর জোড়া গোলে ৫-১ ব্যবধানে এগিয়ে যায় তারা। এরপর টটেনহ্যাম খেলায় উত্তেজনা ফিরিয়ে আনার চেষ্টা করে। ৭২ মিনিটে দেয়ান কুলুসেভস্কি ও ৮৩ মিনিটে ডমিনিক সোলাঙ্কির গোলে ব্যবধান কমায় স্পার্সরা।

তবে শেষ দিকে আর কোনো নাটকীয়তা হতে দেননি লুইস দিয়াজ। ৮৫ মিনিটে তার দ্বিতীয় গোল নিশ্চিত করে লিভারপুলের ৬-৩ ব্যবধানে সহজ জয়।

এই জয়ে ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের অবস্থান শক্ত করেছে লিভারপুল। বড়দিনের বিরতিতে তারা যাবে চার পয়েন্ট এগিয়ে। অন্যদিকে, টটেনহ্যাম তাদের অনিয়মিত পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখেছে।