শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫
১০ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

ফাইনালে উঠতে ব্যর্থ খুলনা, ঢাকা মেট্রোর জয়

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ২৩, ২০২৪
৯:১৬ পূর্বাহ্ণ

এনসিএলের ফাইনালে জায়গা করে নিতে দ্বিতীয় কোয়ালিফায়ারে ঢাকা মেট্রোর বিপক্ষে হেরে গেছে খুলনা বিভাগ। সিলেটে অনুষ্ঠিত ম্যাচে নাঈম শেখের নেতৃত্বাধীন ঢাকা মেট্রো জয় তুলে নিয়ে নিশ্চিত করেছে ফাইনালের টিকিট। গুরুত্বপূর্ণ ম্যাচে খুলনা মুস্তাফিজুর রহমানকে ঢাকায় থেকে সিলেটে উড়িয়ে নিয়ে গেলেও বল হাতে প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। চার ওভার বল করে দিয়েছেন ৩৫ রান।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে খুলনার প্রতিনিধি হিসেবে মোহাম্মদ মিঠুন বলেন, ‘শুধু মুস্তাফিজ একা আমাদের জন্য অসাধারণ কিছু করবে, এমন কোনো আশা নিয়ে আমরা মাঠে নামিনি। পুরো টুর্নামেন্টে আমাদের বাকি বোলাররা ভালো পারফর্ম করেছে। তবে স্বাভাবিকভাবেই মুস্তাফিজের মতো বোলার দলে থাকলে বাড়তি প্রত্যাশা থাকে।’

তবে ম্যাচে সময়ের অভাব এবং টানা ম্যাচের প্রভাব নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন মিঠুন। তিনি বলেন, ‘খেলোয়াড়দের ক্ষেত্রে ওয়ার্কলোড একটি গুরুত্বপূর্ণ বিষয়। টানা ম্যাচ খেললে শরীর সাপোর্ট দিতে পারে না। ঘন ঘন ম্যাচ হওয়ায় সিলেটের উইকেটও বিশ্রাম পায়নি, ফলে প্রথম দিকের হাই-স্কোরিং ম্যাচের তুলনায় পরের ম্যাচগুলোতে রান কমে গেছে।’

মিঠুন আরও বলেন, ‘টুর্নামেন্টটা ভালো ছিল, তবে একটু বেশি সময় নিয়ে আয়োজন করলে খেলোয়াড় ও উইকেট দুই-ই ভালো অবস্থায় থাকত। অতিরিক্ত খেলার কারণে উইকেট থেকে রান বের করা কঠিন হয়ে গেছে।’

ঢাকা মেট্রোর এই জয়ে এনসিএলের শিরোপার লড়াইয়ে এবার তাদের ফাইনালে দেখা যাবে। অন্যদিকে, খুলনা বিভাগকে বিদায় নিতে হয়েছে দ্বিতীয় কোয়ালিফায়ারের বাধা পেরোতে না পেরে।