বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান বোলিং নিষেধাজ্ঞার মুখে পড়েছেন। ইংল্যান্ডের ল্যাবে তার বোলিং অ্যাকশনে ত্রুটি শনাক্তের পর তাকে ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করা থেকে বিরত রাখা হয়েছে। এ বিষয়ে এক বিবৃতিতে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির দেওয়া বিবৃতিতে জানানো হয়, সাকিবের ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের কারণে তিনি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) আওতাধীন প্রতিযোগিতায় বোলিং করতে পারবেন না। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটেও তার বোলিং নিষিদ্ধ করা হয়েছে।
তবে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত লঙ্কা টি-টেনে খেলতে গিয়ে বোলিং নিয়ে নিয়মিত অনুশীলন করেছেন সাকিব। সিলেটে সাংবাদিকদের এ বিষয়ে জানান তার সতীর্থ মোসাদ্দেক হোসেন। তিনি বলেন, ‘সাকিব ভাই সেখানে অনেক অনুশীলন করেছেন। ম্যাচ শুরুর আগে ও পরে নিয়মিত বোলিং অনুশীলন করতেন। বোলিং নিয়ে তার সিরিয়াসনেসটা দেখেছি। আমরা সবাই আশা করি, তিনি পরীক্ষা দিয়ে পাস করবেন এবং দ্রুতই ক্রিকেটে ফিরে আসবেন।’
সাকিবের সঙ্গে খেলার অভিজ্ঞতা নিয়ে মোসাদ্দেক বলেন, ‘তার সঙ্গে কিছুদিন খেলার সুযোগ পাওয়াটা দারুণ ছিল। এটি আমাদের জন্য বিশেষ কিছু।’
এদিকে এনসিএলের টি-টোয়েন্টি ফাইনালে জায়গা করে নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মোসাদ্দেক। তিনি বলেন, ‘ফাইনালে ওঠা আমাদের জন্য দারুণ ছিল। ভালো একটি ম্যাচ খেলে ফাইনালে জায়গা করে নিয়েছি। এটি অবশ্যই আনন্দের।’
বোলিং নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব কবে ফিরবেন, তা এখনও নিশ্চিত নয়। তবে তার সতীর্থদের মতোই দেশের ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা, সাকিব শিগগিরই নিজের সেরা ছন্দে ফিরে আসবেন।