বক্সিং ডে ম্যাচ আয়োজনের ঐতিহ্য শুধু অস্ট্রেলিয়াতেই নয়, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডেও এই দিনটি ঘিরে রয়েছে বিশেষ আয়োজন।
ক্রিকেটে বক্সিং ডে
একসময় নিউজিল্যান্ডের ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিয়মিত বক্সিং ডে টেস্ট আয়োজন করা হতো। তবে সাম্প্রতিক সময়ে কিউইরা সেই ঐতিহ্য থেকে সরে এসে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের দিকে মনোযোগ দিয়েছে। এ বছর বক্সিং ডে-তে নিউজিল্যান্ডে কোনো ম্যাচ নেই। অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে সিরিজ শেষ হয়েছে ২৩ ডিসেম্বর, এবং শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শুরু হবে ২৮ ডিসেম্বর।
দক্ষিণ আফ্রিকায় বক্সিং ডে টেস্ট ম্যাচ বেশ জনপ্রিয়। এ বছর পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী এই ম্যাচ।
ইংলিশ প্রিমিয়ার লিগে বক্সিং ডে
ইংল্যান্ডে বক্সিং ডে ঘিরে অন্যতম আকর্ষণীয় আয়োজন হলো ইংলিশ প্রিমিয়ার লিগ। এদিন অন্তত দুই থেকে তিনটি বড় ম্যাচ রাখা হয়। যদিও এ বছর “বিগ সিক্স” দলের মধ্যে সরাসরি কোনো বড় ম্যাচ না থাকলেও, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খেলা রয়েছে।
ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে এভারটনের।
ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে উলভারহ্যাম্পটনের বিপক্ষে।
চেলসি ও টটেনহামও মাঠে নামছে।
দিনের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ হতে পারে লেস্টার সিটি ও লিভারপুলের মধ্যে।
অন্যান্য লিগের অবস্থা
ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) সব স্তরের লিগের ম্যাচই চালু রাখে বক্সিং ডে-তে। তবে ইউরোপের অন্যান্য লিগ, যেমন জার্মানি, স্পেন বা ইতালিতে এদিন ফুটবল খেলার কোনো আয়োজন থাকে না।
ছুটিতে থাকা দর্শকদের বিনোদন বাড়াতে ইংল্যান্ডের এমন আয়োজন ফুটবলপ্রেমীদের মাঝে দারুণ উৎসাহ যোগায়।