চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার জাফতনগর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. নুর উদ্দিন খান সভাপতি এবং মো. আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। তবে আনোয়ার হোসেনের নাম কমিটিতে দেখে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।
বুধবার (২৫ ডিসেম্বর) ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার তার ব্যক্তিগত ফেসবুক পেজে ইউনিয়নের নবগঠিত কমিটির নাম প্রকাশ করেন। আনোয়ার হোসেনের আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে নেতাকর্মীরা এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন।
বিতর্কের মূল কারণ
নেতাকর্মীদের দাবি, আনোয়ার হোসেন আওয়ামী লীগের হয়ে নির্বাচনী প্রচারণায় সক্রিয় ছিলেন। তিনি আওয়ামী লীগ প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি এবং হোসাইন মোহাম্মদ আবু তৈয়বের পক্ষে কাজ করেছেন। বিএনপি নেতারা প্রশ্ন তুলেছেন, কীভাবে এমন একজন ব্যক্তি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হতে পারেন।
বিএনপি নেতাদের বক্তব্য
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেন, “দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করা নেতাকর্মীদের বাদ দিয়ে এমন ব্যক্তিকে পদ দেওয়া ঠিক হয়নি।”
ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার অবশ্য দাবি করেছেন, “আনোয়ার হোসেন বিএনপিরই লোক। বাজার কমিটিতে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনের কারণে তার বিভিন্ন নেতার সঙ্গে যোগাযোগ ছিল। তবে তিনি কখনো আওয়ামী লীগের পদে যাননি।”
আনোয়ার হোসেনের প্রতিক্রিয়া
আনোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, “বাজার উন্নয়নের জন্য আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ করেছি, তবে আমি বিএনপির রাজনীতিতেই জড়িত।”
নেতাকর্মীদের দাবি
স্থানীয় নেতারা জানান, মাঠে সংগ্রাম করে যারা বিএনপিকে ধরে রেখেছেন, তাদের উপেক্ষা করে নতুন নেতাদের এমন পদ দেওয়া হতাশাজনক। তারা পূর্ণাঙ্গ কমিটিতে উপযুক্ত নেতাদের জায়গা দেওয়ার দাবি জানিয়েছেন।
গত ১৮ ডিসেম্বর ইউনিয়নের কর্মী সম্মেলনে আগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়। পূর্ণাঙ্গ কমিটি শিগগিরই গঠন করার নির্দেশনা দিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক।