বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

এবার মুহাম্মদ আলী জিন্নাহর জন্মবার্ষিকী পালন

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ২৬, ২০২৪
৮:৫৭ পূর্বাহ্ণ

 

জাতীয় প্রেস ক্লাবে নবাব সলিমুল্লাহ একাডেমির উদ্যোগে পালিত হয়েছে কায়েদ ই আযম মুহাম্মদ আলী জিন্নাহর ১৪৮তম জন্মবার্ষিকী। অনুষ্ঠানে বক্তারা জিন্নাহর অবদান স্মরণ করে বলেন, “কায়েদ ই আযমের জন্যই আজ আমরা বাংলাদেশ পেয়েছি।”

বুধবার (২৫ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এই সেমিনারে বক্তারা বলেন, “গত ১৫ বছর ধরে বাংলাদেশে মুহাম্মদ আলী জিন্নাহর নাম মুখে আনা অলিখিতভাবে নিষিদ্ধ ছিল। অথচ তিনি ইতিহাসের মহানায়ক।”

বক্তারা আরও বলেন, “জিন্নাহর অবদান এবং তার নেতৃত্বে প্রতিষ্ঠিত পাকিস্তান থেকেই পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি রচিত হয়। তবে আওয়ামী লীগ সরকার ইতিহাসকে বিকৃত করে নিজেদের স্বার্থে উপস্থাপন করেছে।”

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নবাব সলিমুল্লাহ, শের ই বাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মাওলানা ভাসানীর ভূমিকা নিয়েও আলোচনা করেন।

গত ১১ সেপ্টেম্বর একই একাডেমির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে জিন্নাহর ৭৬তম মৃত্যুবার্ষিকীও পালন করা হয়।
(নাজমুল হাসান, সিরাজগঞ্জ, 01629678252)