বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

সিরাজগঞ্জে ২হাজার ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ২৭, ২০২৪
৩:৩৫ অপরাহ্ণ

সোহান সেখ :

সিরাজগঞ্জে শীতের তীব্রতায় প্রয়োজনে পাশে থাকার চেষ্টা অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে শীতবস্ত্র বিতরণ করেছে ‘আমাদের চেষ্টা ফাউন্ডেশন’।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে ক্রাউন এক্সক্লুসিভ ওয়্যার’স লিমিটেড এর সহযোগিতায় আমাদের চেষ্টা ফাউন্ডেশনের পরিচালক সৈয়দ ইলিয়াস সিরাজী তুষার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।

বক্তারা বলেন, দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত। প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের সহায়তায় শীতার্ত ও গরীব অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ সকলের দায়িত্ব।

এসময় সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব), স্থানীয় সরকার গনপতি রায়, আমাদের চেষ্টা ফাউন্ডেশনের ম্যানেজিং ডাইরেক্টর সৈয়দ ঐশী সিরাজী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (গোপনীয় শাখা) ফজলে রাব্বী, সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর ভাইস প্রিন্সিপাল নুসরাত জাহান, আমাদের চেষ্টা ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা শাখার কর্মকর্তা সৈয়দ নবীন সিরাজীসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে শহর এলাকার গরীব অসহায় দু:স্থ কর্মহীন প্রায় দুই হাজার মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।