শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫
১০ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

 তামিমের আপাতত ভাবনায় কেবল বিপিএল

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ৩০, ২০২৪
৯:০১ পূর্বাহ্ণ

তামিম ইকবাল জাতীয় দলে ফেরা নিয়ে কোনো আলোচনা করেননি। আপাতত তার সব মনোযোগ বিপিএলের ১১তম আসরের দিকে।

গত বছরের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলার পর জাতীয় দলে আর দেখা যায়নি তামিম ইকবালকে। গুঞ্জন রয়েছে, জাতীয় দলে ফেরার সম্ভাবনা আছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তবে এ বিষয়ে তামিম সুনির্দিষ্ট কিছু জানাননি।

আজ (সোমবার) বিপিএলের উদ্বোধনী ম্যাচে ফরচুন বরিশালের হয়ে দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামবেন তামিম। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জাতীয় দলে ফেরা নিয়ে প্রশ্নের জবাবে তামিম স্পষ্টভাবে বলেন, “এই মুহূর্তে জাতীয় দল নিয়ে কোনো ভাবনা নেই। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিসিবির সঙ্গে কোনো আলোচনা হয়নি।”

তামিমের নেতৃত্বে বরিশাল এবারও শক্তিশালী দল গড়েছে। দলে আছেন পাকিস্তানের তারকা পেসার শাহীন আফ্রিদি, অভিজ্ঞ মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ। শাহীন শুরুর পাঁচ ম্যাচ খেলবেন বলে জানা গেছে।

দলের ঘাটতি পূরণ নিয়ে আশাবাদী তামিম বলেন, “আমরা যতটুকু পেরেছি ঘাটতি পূরণ করেছি। তবে আসল চ্যালেঞ্জ শুরু হবে ৭-৮ ম্যাচ পর, যখন বিদেশি খেলোয়াড়রা আসা-যাওয়ার মধ্যে থাকবে। যারা সে গ্যাপ পূরণ করতে পারবে, তারাই এগিয়ে থাকবে।”

বরিশালের পরই রংপুর রাইডার্সকে শক্তিশালী দল হিসেবে ধরা হচ্ছে। তবে তামিম এটি মানতে নারাজ। তিনি বলেন, “এটি দুটো দলের টুর্নামেন্ট নয়। কাগজে-কলমে শক্তি বোঝা গেলেও মাঠের খেলায় সব স্পষ্ট হবে। প্রথম রাউন্ডের পর দলগুলোর প্রকৃত শক্তি বোঝা যাবে।”

বিপিএলে ভালো পারফরম্যান্সের মাধ্যমে তামিম নতুন অধ্যায়ে প্রবেশ করতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা। জাতীয় দলে ফেরা নিয়ে নিশ্চিত কিছু না জানালেও তার বর্তমান ফোকাস পুরোপুরি বিপিএলে। তামিমের কথায় পরিষ্কার, তিনি নিজের পারফরম্যান্সে মনোযোগী এবং ভবিষ্যতের ভাবনা পরে।

তামিমের নেতৃত্বে বরিশাল আজকের ম্যাচে কেমন পারফর্ম করে, সেটিই এখন ক্রিকেটপ্রেমীদের দেখার বিষয়।