রবিবার
২৬শে জানুয়ারি, ২০২৫
১২ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি: তৌহিদ হোসেন

Fresh News রিপোর্ট
জানুয়ারি ১, ২০২৫
৬:২২ অপরাহ্ণ

 

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি পাঠানোর পাশাপাশি, দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। শেখ হাসিনাকে ফেরত না দিলে ঢাকা-দিল্লির সম্পর্ক কীভাবে চলবে, এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, “আমরা মনে করি, এই একটি ইস্যুর পাশাপাশি আমাদের আরও অনেক স্বার্থের বিষয় রয়েছে। সেগুলো নিয়েও আমরা দুই পক্ষের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবো।”

সম্প্রতি, বাংলাদেশ হাইকমিশন দিল্লির ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক চিঠি পাঠিয়ে শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য দাবি জানিয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ভারতের কাছ থেকে চিঠির জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেবে।